নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩১ জুলাই ২০১৮ পর্যন্ত সকল হোল্ডিং করের উপর সারচার্জ মওকুফ, রাসিকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতাদি প্রদান, সরকারি হোল্ডিং কর পুনঃনির্ধারণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আজ রবিবার বিকেলে নগর ভবন মিনি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ও ২২নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন।
এসময় কমিটির সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস সোবহান লিটন, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ সোহরাব হোসেন শেখ, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুব সাঈদ টুকু, সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোসাঃ শাহনাজ বেগম শিখা, রাসিকের সচিব মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, প্রধান কর নির্ধারক মো. মঞ্জুরুল আলম, ট্যাক্সেশন কর্মকর্তা লাইসেন্স সারোয়ার হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নিজামুল হোদা, সহকারী সচিব তৈমুর হোসেন প্রমুখ।