অতীতের যেকোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা অনেক বেশি নির্বিঘ্ন হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী। আজ শুক্রবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, লঞ্চ টার্মিনালকে ঘিরে প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণের মাধ্যমে সাধারণ যাত্রীদের বাড়ি ফেরা নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। শুধু লঞ্চঘাট নয় রাজধানীর সব ধরনের যান চলাচলকে ঘিরে নিরাপত্তা সমন্বয় করে কাজ করছে পুলিশ। এছাড়া ঈদের ছুটিতে বাসাবাড়ির নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে যা ঈদের পরের এক সপ্তাহজুড়ে অব্যাহত রাখার কথা জানান পুলিশ প্রধান।
লঞ্চ টার্মিনালের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে আইজিপি বলেন, এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা চোখে পড়েনি। সব কিছুই সৃশৃঙ্খলভাবে চলছে। আইনশৃঙ্খলা বাহিনী ও ঘাটের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে সমন্বয় করে যাত্রীসেবা দেওয়া হচ্ছে। আইজিপি বলেন, যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি যাচ্ছেন। ঈদ শেষে যাত্রীরা যাতে নির্বিঘ্নে ফিরতে পারেন সে জন্যও আইনশৃঙ্খলা বাহিনী নিজ নিজ দায়িত্বে নিয়োজিত থাকবে।
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানী এখন প্রায় পুরোটাই ফাঁকা। গতকাল বৃহস্পতিবার ছুটি শেষে ঈদ করতে যাত্রীরা লঞ্চঘাটসহ বাস ও ট্রেন স্টেশনে ভিড় করছেন। আজ শুক্রবার এ ভিড় ব্যাপক আকার ধারণ করে। হাজার হাজার মানুষ সকাল থেকেই লঞ্চঘাটে ভিড় করেন। নির্দিষ্ট সময়ের আগেই দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে যাত্রীবাহী লঞ্চগুলো ছেড়ে যায়।