নিজস্ব প্রতিনিধিঃ করোনা ভাইরাস জনিত রোগ ( কোভিড-১৯) এর বিস্তার ও প্রাদুর্ভাবের ফলে সৃষ্ট পরিস্থিতিতে ৩ লাখ টাকার আর্থিক সহায়তা কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় ৩০০ জনকে ১০০০/- টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।
বুধবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২ টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
জেলা ত্রান ও পুনবাসন কর্মকর্তা মোঃ আমিনুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নজরুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) অভিজিত সরকার, সহকারী কমিশনার (এনডিসি) আব্দুল্লাহ আল রিফাত প্রমুখ।