নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে দুই কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা। আটককৃত ব্যক্তি তানোর পৌর এলাকার মিয়াবাড়ী বুরুজঘাট এলাকার মৃত রোস্তম আলী মিয়ার ছেলে কাইয়ূম আলী মিয়া (৫১)।
জানা গেছে, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তানোর পৌর এলাকার বুরুজঘাট গ্রামের কাইয়ুমের বাড়িতে রবিবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালায়। র্যাব তার বাড়ি থেকে দুই কেজি ৩০০ গ্রাম হেরোইন ও নগদ ১২ হাজার ৯০০ টাকাসহ মাদক ব্যবসায়ী কাইয়ূমকে আটক করে।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম জানান, শীর্ষ মাদক ব্যবসায়ী কাইয়ূমকে আজ (সোমবার) দুপুরে থানায় হস্তান্তর করেছে র্যাব। কাইয়ূমের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।