নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী নগরীর কয়েরডারা খ্রিস্টানপাড়া মোড়ে স্থায়ীয় আওয়ামীলীগের পাটি অফিসে আগুন দিয়ে পুড়িয়ে অর্ধশত দোকানপাট ভাংচুরসহ লুটপাটের ঘটনা ঘটেছে।
গতকাল ৫ ই মার্চ শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে এই ঘটনা ঘটায় দূর্বৃত্তকারীরা।
এ বিষয়ে রাতেই নগরীর বোয়ালিয়া মডেল থানায় কয়েক জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ৩০-৩৫ জনের নামে একটি মামলা হয়।
স্থানীয়রা জানায়, কয়েরডারা খ্রিস্টানপাড়া মোড়ে আওয়ামী লীগের অফিস ভাংচুরসহ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চারনেতার ছবি পুড়ায় ৪০-৫০ জনের একটি সশস্ত্র দল। এসময় ভাংচুর করা হয় অর্ধশত দোকানপাট। প্রথমে তারা এলাকায় ককটেল জাতীয় কিছু বিস্ফোরণ করে চাঞ্চলের সৃষ্টি করে। এরপর তারা কয়েক রাউন্ড গুলি ফুটায়। মানুষজন আতংকিত হয়ে পালিয়ে গেলে পাটি অফিসে আগুন লাগিয়ে আশে পাশের দোকানপাট বাড়িঘর ভাংচুর শুরু করেন। ভাংচুরে রক্ষা পায়নি রাস্তায় বসে বিক্রি করা ভাজাওয়ালার দোকান। ব্যপক এই ভাংচুরে প্রায় ১৫-২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় একটি স্যানেটারী দোকানদার।
স্থানীয় এলাকাবাসী ও আওয়ামীলীগ নেতারা জানায়, নামধারী আওয়ামীলীগের তকমায় জামাত বিএনপি পন্থি কিছু লোক হঠাৎ করে এলাকায় বোমা বিস্ফোরণ করে পাটি অফিসে অগ্নি সংযোগ করেন। অগ্নিসংযোগে বঙ্গবন্ধুর ছবিসহ জাতীয় চারনেতার ছবি পুড়িয়ে দেয় তারা। এ সময় পুলিশের একটি মোটরসাইকেল ভাংচুর করেন দুর্বৃত্তরা।
ঘটনার সততা নিশ্চিত করে বোয়ালিয়া মডেল থানা ওসি নিবারণ চন্দ্র বর্মন জানায়, তৎক্ষনাত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।