আভা ডেস্কঃ অস্টিয়ার ভিয়েনায় বাংলা কমিউনিটির অভিভাবক, সমাজ সেবক শাহ মোহাম্মদ ফরহাদ পরলোকগমন করেছেন। সদা হাসোজ্জল মানুষটি এখন আর নেই। চলে গেছেন না ফেরার দেশে। গতকাল স্থানীয় সময় সকাল ৯ টায় ভিয়েনার ভিলহেইম হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মুকুট বিহীন এ সম্রাট মৃত্যুবরন করেন।
প্রবাসী সাংবাদিক আহমেদ ফিরোজ জানান, তিনি ছিলেন মুকুট বিহীন সম্রাট বাংলা কমিউনিটিতে তার অবদানের কথা বলে শেষ করা যাবেনা। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
প্রবাসী বাংলাদেশিরা জানান, ভিয়েনার বাংলাদেশিরা সত্যিকারের একজন অভিভাবক হারিয়েছেন। প্রতিটি বাংলাদেশির বিপদে সবার আগে এগিয়ে আসতেন শাহ মোহাম্মদ ফরহাদ। পাশাপাশি বিনামূল্যে মানুষকে আইনি সহায়তা দিতেন। এছাড়াও তিনি ছিলেন বায়তুল মোকারম জামে মসজিদ কমিটির সভাপতি। প্রবাসীরা মনে করেন এ ক্ষতি কোনদিন পূরণ হবার নয়। আগামী ১৫ মে শাহ মোহাম্মদ ফরহাদের জানাযা হওয়ার কথা রয়েছে।
সুত্রঃ যুগান্তর