নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ এ জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী জেলা পুলিশ।
আজ ১৭ মার্চ বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২ তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস-২০২২।
এই দিনে পৃথিবীতে এসেছিলেন বাঙ্গালি জাতির মুক্তির অগ্রদূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আজ ১৭ মার্চ সকাল ১০.০০ টায় ঘটিকায় বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে রাজশাহী জেলা পুলিশ পক্ষ থেকে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানান রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম(বার)।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তগণ।