নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ১০ ফেব্রুয়ারী সকাল ১০টায় বগুড়ায় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায় এর উপর ন্যাক্কার জনক হামলার প্রতিবাদে নন্দীগ্রাম উপজেলা যুবলীগের উদ্দ্যোগে এক বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম আর জামান রাসেল, যুগ্ম সম্পাদক বেনজির আহম্মেদ, যুবলীগ নেতা ইঞ্জিঃ মোফাজ্জল হোসেন, লিটন কুমার চৌহান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহম্মেদ প্রমুখ। উক্ত প্রতিবাদ সভায় বক্তরা ন্যাক্কার জনক হামলার প্রতিবাদে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান।