নন্দীগ্রাম থেকে আব্দুর রউফ উজ্জলঃ বগুড়ার নন্দীগ্রামে হাঁসের খামার করে স্বাবলম্বী হতে চান আঞ্জুয়ারা বেগম (৪০)। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের পূর্ব পার্শ্বে কাথম (বেড়াগাড়ী) আঞ্জুয়ারা বেগমের হাঁসের খামারে শনিবার (১৯ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে জানা যায়, অভাব-অনটনের সংসারে জীবিকা নির্বাহের তাগিদে গত ২ বছর আগে ১০০টি হাঁস দিয়ে শুরু করেন ছোট একটি হাঁসের খামার। অর্থনৈতিক দৈন্যতার মধ্যেও খেয়ে না খেয়ে পরিচর্যা করেন খামারে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি আঞ্জুয়ারা বেগমকে। এভাবেই শুরু হয় আঞ্জুয়ারা বেগমের এগিয়ে চলার গল্প। বর্তমানে তার খামারে হাঁসের সংখ্যা পাঁচ শতাধিক। এখন তার খামারে দুই জাতের হাঁস রয়েছে, বেলজিয়াম (সাদা জাতের) এবং ক্যাম্বেল জাতের হাঁস। তিন মাস বিরতিহীনভাবে প্রতিদিন হাঁসগুলো গড়ে ডিম দেয় ১০০টি। প্রতিটি ডিম ১০ টাকা হিসাবে বিক্রি করে পান ১০০০ টাকা। এছাড়া তিন থেকে চার মাস পর পর প্রতিটি পরিপক্ক হাঁস বাজারে বিক্রি করে ৩০০ থেকে ৪০০ টাকা আয় করেন। হ্যাচারি থেকে হাঁসের বাচ্চা কিনে এনে পালন করে প্রতিটি হাঁস পরিপক্ক হতে খাদ্য ও ওষুধ বাবদ সর্বসাকুল্যে খরচ হয় প্রায় ১৫০/১৭০ টাকা। হাঁস খামারি আঞ্জুয়ারা বেগম বলেন, অভাবের সংসারে দীর্ঘ প্রায় ২ বছর ধরে হাঁস পালন করে কিছুটা হলেও সংসারের অভাব কাটিয়ে উঠেছি। দারিদ্রতার মধ্যে নিজে খেয়ে না খেয়ে হাঁসগুলোকে সন্তানের মতো পরিচর্যা করছি। আলাহ মুখ তুলে দেখেছেন, তাই সংসারে কিছুটা হলেও স্বচ্ছলতা ফিরে এসেছে। কেটে গেছে অভাবের সেই কঠিন দিনগুলো। অতীত মনে করে দীর্ঘশ্বাস ছেড়ে আঞ্জুয়ারা বেগম আরও বলেন, সরকারী সহযোগিতা পেলে আমার হাঁসের খামার আরো বড়সরো পরিসরে করতে পারবো। নিজে তো পড়াশুনা করতে পারিনি, তাই ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ চালানোসহ পরিবারের সবধরনের চাহিদা পূরণ করতে পারবো।
Next Post
বরিশালে পুনাকের উদ্যোগে অসহায়, দুস্থ্য নারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন ও বৃক্ষ রোপন কর্মসূচী পালিত।
শনি সেপ্টে. ১৯ , ২০২০
বরিশাল প্রতিনিধিঃ বরিশাল মেট্রোপলিট্রনের পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর উদ্যোগে অসহায়, দুস্থ্য ও কর্মহীন নারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার(১৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বরিশাল পুলিশ লাইন্সের বিএমপি, পুনাক কার্যালয়ে পুনাক সভানেত্রী (বিএমপি কমিশনারের সহধর্মিণী) আফরোজা পারভীনের নের্তৃত্বে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ সময়ে […]

এই রকম আরও খবর
-
৩০ এপ্রিল, ২০২০, ৩:০১ অপরাহ্ন
পবার দামকুড়ার বৃন্দারামপুরে লাফুর ত্রাণ বিতরণ
-
২৫ জুন, ২০২১, ৩:১১ অপরাহ্ন
রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে আরো ১৪ জনের মৃত্যু
-
৬ এপ্রিল, ২০২২, ৬:১৬ অপরাহ্ন
বাগমারায় ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় তিন বখাটের বিরুদ্ধে মামলা
-
২৫ মে, ২০২০, ১১:৫৯ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে করোনা রোগীর সংখ্যা ১০ ।
-
৬ এপ্রিল, ২০২১, ১১:০৩ অপরাহ্ন
আরএমপিতে আসামীর হারপিক পানের অভিযোগ
-
২৭ জুলাই, ২০২০, ৬:৪১ অপরাহ্ন
গত ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগে করোনায় কারো মৃত্যু হয়নি ।