নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ১৪ই জুন নন্দীগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডের অর্š—গত নামুইট গ্রামের মৃত কৃষ্ণ চন্দ্র দাসের তৃতীয় পুত্র শচিন্দ্রনাথ দাস (৪৪) করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে মেডিক্যাল আইসোলেশনে নেওয়া হয়। সেখানে ২দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় হাসপাতালেই দুপুর আনুমানিক ৩টায় তার মৃত্যু হয়। প্রাপ্ত জানা যায়, মৃত শচিন্দ্রনাথ দাস ময়মসিংহ জেলার ভালুকা উপজেলায় স্কায়ার নিটিং মিলে এক্সিকিউটিভ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলো। মৃত্যুকালে সে স্ত্রী ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ১৫ই জুন বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের নির্দেশনায় ও নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল এর সার্বিক তত্বাবধানে এবং নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলামের উপস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে মৃত ব্যক্তির সৎকার সম্পন্ন হয়। উলেখ থাকে যে, অত্র ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রহমত আলী লাশ গ্রহন করা থেকে শুরু করে মৃত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের সাথে কেউ যেন কোন প্রকার অসদাচরণ করতে না পারে সে ব্যাপারে সার্বক্ষণিক উপস্থিত থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহনে সক্রিয় ভূমিকা পালন করেছে।
Next Post
রাজশাহী এখনো গ্রিন জোনের আওতায়, থাকছে না লকডাউন ।
মঙ্গল জুন ১৬ , ২০২০
নিজস্ব প্রতিনিধিঃ করোনার সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন এলাকাকে জোনভিত্তিক লকডাউন করা শুরু হয়েছে। রেড জোনে থাকা এলাকাকে কঠোরভাবে লকডাউন করা হচ্ছে। তবে রাজশাহী জেলার কোনো এলাকা রেড জোনে নেই। জেলার সিভিল সার্জন ডা. এনামুল হক মঙ্গলবার (১৬ জুন) সকালে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কোনো এলাকার প্রতি এক লাখ মানুষের মধ্যে […]

এই রকম আরও খবর
-
২১ নভেম্বর, ২০২০, ৬:২৫ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিন পালন
-
১৩ সেপ্টেম্বর, ২০২০, ৪:১৬ অপরাহ্ন
জাতিসংঘ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করায় বাংলাদেশ পুলিশ গর্বিত
-
২২ ডিসেম্বর, ২০২১, ৮:৫৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় ভারতের সহকারী হাইকমিশনার
-
১৮ জুন, ২০২০, ৭:১৩ অপরাহ্ন
২১৫ জন এসপি পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে বদলি ।
-
৬ জুলাই, ২০২০, ৪:১৫ অপরাহ্ন
রাজশাহী থেমে থেমে বৃষ্টি, খেটে খাওয়া মানুষের কষ্ট ।