নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বড়ইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সরিষাবাদ গ্রামে পিতা-পুত্রের এক সাথে করুন মৃত্যু হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে ২৭ শে জুলাই সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে সরিষাবাদ দক্ষিণ মাঠে জমিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ দেওয়ার সময় আকাশের বজ্রপাতে সরিষাবাদ গ্রামের মৃত সাদেক আলীর ছেলে আব্দুস সামাদ (৪৫) ও তার ছেলে হাবিব (১৫) ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, স্থানীয় ইউপি সদস্য মোঃ শফিক।