নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ ‘‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে গত ৮ই মার্চ (বুধবার) আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে নন্দীগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ রায়হানুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা তথ্য আপা উলফাত তাবাসুম এর সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, নন্দীগ্রাম কাহালু-৩৯, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একে,এম রেজাউল করিম তানসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহফুজা চৌধুরী, সমাজ সেবা অফিসার গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আকতার বানু, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আঃ রউফ উজ্জল প্রমূখ।