আভা ডেস্কঃ নতুন নিয়মে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়েছে।
শীঘ্রই বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে লোক নিয়োগ শুরু হবে। নতুন নিয়মে একটি সুনির্ধারিত পদ্ধতি অনুসরণ করে একজন যোগ্য প্রার্থী বাংলাদেশ পুলিশের সদস্য হতে পারবেন। নতুন নিয়মে চালু হতে যাওয়া এই নিয়োগ পরীক্ষায় উতরে যেতে সঠিক নিয়মে প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। আগ্রহী প্রার্থীরা যাতে সহজে নতুন নিয়মে প্রস্তুতি গ্রহন করতে পারে সে লক্ষ্যে রাজশাহী জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর উদ্যোগে আজ ০৯ সেপ্টেম্বর রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সম্মানিত নাগরিকগনের মাঝে তথ্য ও সচেতনতামূলক লিফলেট বিতরন করেন জেলা পুলিশের সদস্যরা ।
লিফলেটে নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম সম্পর্কে অবহিতকরণের পাশাপাশি আগ্রহী প্রার্থী বা প্রার্থীর অভিভাবকগন কোন প্রতারকচক্র বা দালালচক্রের মাধ্যমে প্রতারিত না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হয়েছে।