সোহানুর আলম, দূর্গাপুর প্রতিনিধিঃ দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর নামুপাড়া গ্রামের সনাতন ধর্মের দূর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী কুমারী অর্পিতা (১৪)কে অপহরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত্রি আনুমানিক ৮ টা দিকে এই ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধার পর দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পার্শে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময়ে রাত্রি আনুমানিক ৮ টা দিকে সালামের ছেলে সোহাগ (২০) সহ তার ২/৩ জন বন্ধু মিলে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে অর্পিতাকে অপহরণ করে নিয়ে যায়। ভিক্টিমের পিতা বাদী হয়ে দুর্গাপুর থানায় ভিক্টিমকে উদ্ধারের জন্য মামলা দায়ের করিলে বৃহস্পতিবার রাত্রি ৯ টা দিকে দুর্গাপুর থানা পুলিশ অপহরণ কারী সোহাগের পিতা সালামকে গ্রেফতার করে থানা হাজতে আটক করে রাখে।
এব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, অপহরণের মামলা দায়ের ও একজনকে গ্রেপ্তার করা হয়। আসামীকে শনিবারে জেল হাজতে প্রেরন করা হবে। ভিকটিমকে উদ্ধারের জন্য ঝটিকা অভিযান অবহ্নত আছে।