নিজস্ব প্রতিনিধিঃ জ্বর-সর্দিতে আক্রান্ত রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ । জ্বর সর্দি মানেই করোনা উপর্সগ । তবে তিনি সুস্থ আছেন । বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন । গত মঙ্গলবার থেকে জ্বর সর্দিতে আক্রান্ত হন তিনি । বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই । এ ব্যাপারে বুধবার রাতে নিজেই ফেইসবুকে একটি পোস্ট দেন রকি ।
এর আগে লকডাউনের সময় রকি কুমার রাজশাহী মহানগরজুড়ে ব্যক্তিগত উদ্যোগে এবং রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে অন্তত ৩০ হাজার মানুষকে সহযোগিতা করেন। ছাত্রলীগের একজন নেতা হিসেবে তার এমন উদ্যোগ নগরজুড়ে প্রসংশিত হয়।