জটিলতা কেটেও যেন কাটছে না শাকিব খান ও বুবলী অভিনীত ‘নোলক’ ছবিটি নিয়ে। পরিচালক সমিতির হস্তক্ষেপে পরিচালক হিসেবে রাশেদ রাহা থাকার বিষয়টি নিশ্চিত করেছে সমিতি সংশ্লিষ্টরা। ছবির নায়ক শাকিব খানও তেমনটাই বলেছেন। ছবি সেন্সর কিংবা মুক্তির সময় রাশেদ রাহার নামই থাকবে বলে জানা গেছে। না হলে তিনি আইনের আশ্রয় নেয়ার হুমকিও দিয়েছেন। অন্যদিকে প্রযোজক সাবিক সনেট বলছেন ভিন্ন কথা। তিনি বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত তার ওপর চাপিয়ে দেয়া অন্যায়। কারণ এমনিতেই তিনি রাশেদ রাহা কর্তৃক আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সম্প্রতি গণমাধ্যমে এমন কথাই তিনি বলেছেন। আবার আইনের আশ্রয় নিলে রাশেদ রাহাই ঠকবেন বলে জানিয়েছেন সনেট। যদিও শেষ পর্যন্ত কী দাঁড়ায় সেটা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এদিকে শাকিব খান এ ছবির শুটিং শেষ করে দিয়ে নতুন আরও একটি ছবির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন। এ ছবির নাম ‘শাহেনশাহ’। নায়িকা নুসরাত ফারিয়া। সঙ্গে আরও একজন নবাগতা থাকবেন বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া। ৩ সেপ্টেম্বর মহরতের মাধ্যমে কক্সবাজারে ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে। যদিও কোরবানি ঈদের আগে থাইল্যান্ডে নুসরাত ফারিয়াকে নিয়ে এ ছবির গানের শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি।।
Next Post
কণ্ঠশিল্পী হিসেবেও তার পারদর্শিতা আছে চৈতি
শনি সেপ্টে. ১ , ২০১৮
লাক্স সুপারস্টার হয়ে মিডিয়ায় আসেন চৈতি। এরপর থেকে অভিনয়ের কারণেই দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। নিয়মিত অভিনয়ও করে যাচ্ছেন। তবে কণ্ঠশিল্পী হিসেবেও তার পারদর্শিতা আছে। মিডিয়ায় আসার আগে গান শিখেছেন ছোটবেলা থেকেই। সেই অভিজ্ঞতা দিয়ে এখন গায়িকা হিসেবেও সবার সামনে আসছেন তিনি। ‘রিমেমবারেন্স’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন সুরকার ও […]
এই রকম আরও খবর
-
১৬ জানুয়ারি, ২০২০, ৭:০১ অপরাহ্ন
মীরের নিকট মেয়ের নম্বর চাইলেন ভক্ত, উত্তরে যা বললেন মীর ।
-
৯ সেপ্টেম্বর, ২০১৮, ৯:৫৪ অপরাহ্ন
উদ্দাম নাচের অপরাধে জুতাপেটা করতে শুরু করলেন তিনি।
-
২৭ আগস্ট, ২০১৮, ১:২২ পূর্বাহ্ন
রাখি বললেন ‘আমার কন্ডোম ব্র্যান্ড সানির থেকেও ভালো’
-
৫ অক্টোবর, ২০১৮, ১২:১৯ অপরাহ্ন
যৌন হয়রানিকে ‘বাস্তবতা’ বললেন বলিউড অভিনেত্রী কাজল।
-
৬ জানুয়ারি, ২০২০, ১১:২৩ অপরাহ্ন
নাগরিকত্ব আইন নিয়ে জন্মদিনে যা বললেন অভিনেত্রী দীপিকা ।
-
৬ জুন, ২০১৮, ২:০৫ অপরাহ্ন
বোন কে অপমান করায় চটেছেন ভাই অর্জুন কাপুর