পাবনা প্রতিনিধি; আজ পাবনা হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালে সশস্ত্র রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর সারাদেশ যখন বিজয়ের বাঁধভাঙ্গা উল্লাসে মাতোয়ারা তখনও পাবনায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকসেনার তুমুল যুদ্ধ চলে। ১৪ ডিসেম্বর দুপুর থেকে পাকসেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুমুল লড়াই শুরু হয়। এদিন দুপুর ২টায় ভারতীয় মিত্রবাহিনী শহরে মটার শেল ও বিমান হামলা চালায়। ১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা চারদিক থেকে পাবনা শহর ঘিরে আক্রমণ চালায়। ২ দিন ধরে দু’পক্ষের মধ্যে তুমুল লড়াইয়ের পর পাকসেনারা পালাতে থাকে। ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা দলে দলে শহরে প্রবেশ করেন। এদিন দুপুরে পুরাতন কালেক্টর ভবনের সামনে হাজারও মুক্তিকামী মানুষের সামনে জাতীয় পরিষদ সদস্য মরহুম আমজাদ হোসেন পাবনাকে শত্রুমুক্ত ঘোষণা করেন। মুক্তিবাহিনী প্রধান সাবেক এমপি মরহুম রফিকুল ইসলাম বকুল এ সময় বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় পরিষদ সদস্য আব্দুর রব বগা মিয়া, এ্যাডভোকেট আমিন উদ্দিন, অধ্যাপক আবু সাইদ, মুজিবনগর সরকারের সাবেক সংস্থাপন সচিব মরহুম নুরুল কাদের খানসহ হাজার হাজার মুক্তিযোদ্ধা, সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পাবনায় ৯ মাসের সশস্ত্র যুদ্ধে ৩ দফায় মুক্তিযোদ্ধাদের হাতে ১৬৮ জন পাকসেনা নিহত হয়। পাকবাহিনীর হাতে প্রায় ৫ হাজার মুক্তিযোদ্ধাসহ মুক্তিকামী জনতা শহীদ হন। মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।
Next Post
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় হলেও সৈয়দপুর হানাদারমুক্ত হয় ১৮ ডিসেম্বর
বুধ ডিসে. ১৮ , ২০১৯
সৈয়দপুর প্রতিনিধিঃ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় হলেও সৈয়দপুর হানাদারমুক্ত হয় ১৮ ডিসেম্বর। ছয় নম্বর সেক্টরের মুক্তিবাহিনীর সেক্টর কমান্ডার ক্যাপ্টেন খাদেমুল বাশার ও মিত্রবাহিনীর কমান্ডার কর্নেল জোগল সৈয়দপুর সেনানিবাসে পাকিস্তানী বাহিনীকে আত্মসমর্পণের সুযোগ দেন। সৈয়দপুর সেনানিবাসে অবস্থান নেয়া পাকি বাহিনী ও তাদের দোসর অবাঙালীরা আত্মসমর্পণে রাজি হয়। মিত্রবাহিনী সৈয়দপুর সেনানিবাসে […]
এই রকম আরও খবর
-
৩০ জুন, ২০১৯, ৯:০৩ পূর্বাহ্ন
রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর থেকে আনসার আল ইসলামের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা।
-
২৬ জানুয়ারি, ২০২০, ১০:৩০ অপরাহ্ন
নানান আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে আন্ত:র্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে।
-
১৯ জানুয়ারি, ২০২০, ৯:২৫ অপরাহ্ন
প্রথমআলো পত্রিকার সম্পাদকসহ ৬ জনকে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ হাইকোর্টের ।
-
১৭ জানুয়ারি, ২০২০, ৯:৫০ অপরাহ্ন
পুলিশ বাহিনীকে একটি আধুনিক বাহিনী গড়ার চেষ্টা চলছে, আইজিপি ।
-
১৮ মে, ২০১৯, ৮:১৭ পূর্বাহ্ন
টেকনাফের শীর্ষ মাদক ব্যবসায়ী বন্দুক যুদ্ধে নিহত।
-
৩০ মে, ২০২৪, ১০:১০ অপরাহ্ন
আরএমপির উদ্যোগে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত