দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বাংলা হিলি হাকিমপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কহিদুল ইসলাম ওরফে তৌহিদুল (৪২) নামে অন্তঃজেলা এক ডাকাত নিহত হয়েছেন। গোলাগুলির এসময়ে ডাকাতের ছোড়া দেশীয় অস্ত্রের আঘাতে পুলিশের দুইজন সদস্য আহত হয়েছেন। তারা বর্তমানে দিনাজপুর পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থল থেকে পাইপগান, গুলি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। (০৭-ফেব্রুয়ারি) শুক্রবার ভোররাতে উপজেলার আলিহাট ইউনিয়নের কাশিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কহিদুল ইসলামের ধাওয়া নশিপুর গ্রামে। আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই মাহে আলম ও কনস্টেবল ফজলুল হক। তারা দুজনেই পায়ে আঘাত প্রাপ্ত হয়েছেন। এ বিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, উপজেলার কাশিয়াডাঙ্গা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন খবর পেয়ে। পুলিশের একটি বিশেষ টিম সেখানে গেলে। এ সময়ে ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মাঝে গোলাগুলিতে তাদের নিজের গুলিতেই কহিদুল ইসলাম ওরফে তৌহিদুল নিহত হয়। এসময় ঘটনাস্থল থেকে বাকি সদস্যরা পালিয়ে গেলেও তাদের ছোড়া দেশীয় অস্ত্রের আঘাতে পুলিশের এসআই মাহে আলম ও কনস্টেবল ফজলুল হক পায়ে আঘাত পেয়ে আহত হয়। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুটি গুলির খোসা, এক রাউন্ড তাজা গুলি, চাপাতিসহ ৫ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান নিহত কহিদুল অন্তঃজেলা ডাকাত দলের সদস্য তার বিরুদ্ধে হাকিমপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, ছিনতাই সহ ১১ টি মামলা ও ৬ টি ওয়ারেন্ট রয়েছে।
Next Post
করোনা ভাইরাস সনাক্তে বেনাপোল রেল ষ্টেশনে নেই কোন স্বাস্থ্য কর্মী
শুক্র ফেব্রু. ৭ , ২০২০
নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ঃ চিনের করোনা ভাইরাস নামক সংক্রামক ভাইরাস সনাক্তর জন্য বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ও ভারতীয় ট্রাক চালকদের নাম মাত্র স্বাস্থ্য বিভাগ কাজ করলেও ভারত থেকে আসা বন্ধন এক্সপ্রেস নামক ট্রেনটিতে কোন ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। বিশ্বব্যাপি এ ভাইরাসটি আলোচনায় আসলে বেনাপোল ইমিগ্রেশনে প্রথমে একজন স্বাস্থ্য উপ-সহকারি […]
এই রকম আরও খবর
-
২৪ সেপ্টেম্বর, ২০২০, ৭:০০ অপরাহ্ন
যশোরে চৌগাছা থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা একটি মোটরসাইকেল জব্দ ।
-
১৩ জানুয়ারি, ২০২০, ২:৫২ অপরাহ্ন
২৪৭ বোতল ফেন্সিডিলস ২ জনকে আটক করেছে রাজশাহীর পবা হাইওয়ে পুলিশ
-
২১ মে, ২০২৪, ৮:৪৪ অপরাহ্ন
রাজশাহীতে বিশ্ব মেডিটেশন দিবস পালিত
-
৫ জানুয়ারি, ২০২১, ৬:৩৩ অপরাহ্ন
সিরাজগঞ্জে র্যাবের পৃথক পৃথক অভিযানে মাদকসহ আটক-২।
-
১৯ ডিসেম্বর, ২০২০, ৬:৫৪ অপরাহ্ন
গোদাগাড়ী উপজেলায় ছয় সপ্তাহ ব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন।
-
২ জুলাই, ২০২২, ৮:১৫ অপরাহ্ন
‘ঘুষের’ ২০ লাখ টাকাসহ সার্ভেয়ার আটক