বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি যথাযোগ্য ভাবে উদযাপনের লক্ষ্যে নানান কর্মসূচী গ্রহণ করেন উপজেলা প্রশাসন সহ উপজেলা আওয়ামী লীগ।

শনিবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ ও প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
প্রধান অতিথি বলেন, স্বাধীন বাংলার পথচলা শুরু হয় মার্চ মাস থেকেই। ২৬ মার্চ বাঙ্গালী জাতির জন্য সংগ্রামের দিন। স্বাধীন বাংলার পথ প্রদর্শক হিসেবে যিনি ছিলেন শ্রেষ্ঠ তাকে আজও ভুলেনি জাতি। বাঙ্গালীর জন্য আজীবন সংগ্রাম করে গেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশবাসীকে যিনি পরাধিনতার শৃংখল থেকে রক্ষা করে গেছেন। দেশ যখন শেখ মুজিবের নেতৃত্বে এগিয়ে যাচ্ছিলেন সে সময় স্বাধীনতা বিরোধী চক্র জাতির শ্রেষ্ঠ সন্তান সহ তাঁর পরিবারের সদস্যদের নির্মম ভাবে হত্যা করে।
জাতির জনক যে স্বপ্ন নিয়ে দেশবাসীর কল্যাণে কাজ করে গেছেন তা ধরে রাখতে হবে। তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সবাইকে কাজ করতে হবে। নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ তুলে ধরার পাশাপাশি তাদেরকে জানাতে হবে স্বাধীনতার সঠিক ইতিহাস।
প্রধান অতিথি আরো বলেন, স্বাধীন বাংলাদেশ সৃষ্টির লক্ষ্যে যে সকল ভাই-বোন শহীদ হয়েছে তাঁদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের ত্যাগের প্রতিদান দেয়া সম্ভব না। জাতির জনকের নেতৃত্বে যাঁরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছেন তারা আজও জীবিত। সে সকল বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
আওয়ামী লীগ সরকারের সময় দেশের প্রতিটি স্থানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আগামী জাতীয় নির্বাচন সহ সকল বিষয়ে স্বাধীনতা বিরোধীচক্র যেন মাথা উচু করে দাঁড়াতে না পারে। স্বাধীনতার পক্ষের শক্তিকে সর্বদায় সজাগ থাকতে হবে। দেশের উন্নয়নে কাজ করতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, চেয়ারম্যান আলমগীর সরকার, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা মহিলা লীগের সবভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আব্দুল খালেক প্রমূখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধাগণ সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
শনি মার্চ ২৬ , ২০২২
আভা ডেস্কঃ রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সূর্যোদয়ের সাথে সাথে নগরভবনের সামনে প্রধান ফটক চত্বর ও সকল ওয়ার্ড কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় নগর ভবনের সামনে থেকে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক […]
এই রকম আরও খবর
-
২৪ জুলাই, ২০২১, ২:৪৬ অপরাহ্ন
-
৬ মার্চ, ২০২১, ৫:৪৩ অপরাহ্ন
-
১৩ জানুয়ারি, ২০২২, ৪:০৭ অপরাহ্ন
-
২৭ ফেব্রুয়ারি, ২০২১, ৬:৫৮ অপরাহ্ন
-
১১ ডিসেম্বর, ২০২১, ১০:৩৬ অপরাহ্ন
-
২৯ জুন, ২০২০, ৬:৪৩ অপরাহ্ন