নিজস্ব প্রতিনিধিঃ আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস । বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করেছে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের। এ উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)র পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধায় রাজশাহী কোর্ট শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণ করেন আরএমপি পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির ।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) জনাব সালমা বেগম, উপ–পুলিশ কমিশনার(বোয়ালিয়া) জনাব মোঃ সাজিদ হোসেন,উপ–পুলিশ কমিশনার(শাহমখদুম) জনাব মোঃ হেমায়েত , উপ পুলিশ কমিশনার(মতিহার) জনাব মোঃ জায়নাল আবেদনী, উপ–পুলিশ কমিশনার(গোয়েন্দা শাখা) জনাব আবু আহম্মেদ আল মামুন, ডিসি (ট্রাফিক) অনির্বান চাকমাসহ আরএমপির উর্ধ্বতন কর্মকতাবৃন্দরা উপস্থিত ছিলেন।পুস্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসন, রাজশাহীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।