মো. শাহিন সাগর, রাজশাহী ব্যুরোঃ পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠানে লাইনম্যান পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগ পাওয়া গেছে কথিত ডাঃ গোলাম মোস্তফার বিরুদ্ধে।
গোলাম মোস্তফা রাজশাহীর মোহনপুর থানা এলাকার ধুরইল রিফুজিপাড়া মো. জব্বার ঘোসের ছেলে।
তার বিরুদ্ধে প্রতারিত ভুক্তভোগীর লিখিত অভিযোগ প্রাপ্তির কথা নিশ্চিত করেছেন মোহনপুর থানা কর্মকর্তা ওসি মোহা. তৌহিদুল ইসলাম।
থানায় অভিযোগ সুত্রে জানা গেছে, নয় মাস পূর্বে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২১ মেগা প্রকল্প রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে কোরিয়ান কোম্পানিতে লাইনম্যান পদে চাকুরী দিবে বলে নগদ ৬০ হাজার টাকা গ্রহণ করেন প্রতারক ডাঃ গোলাম মোস্তফা। টাকা নেওয়ার সময় সে বলে চাকুরীর সার্কুলার হবে মার্চ/২১ মাসে।
সার্কুলার হলে লাইনম্যান পদে চাকুরী
দেওয়া হবে রাজশাহী সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র ভ্যানচালক মেহেদি হাসানকে। এদিকে মার্চ মাস পার হলে চাকুরীর বিষয়ে জানতে চায় মেহেদী হাসান। কোভিড-১৯ এর কারণে সার্কুলার হয়নি বলে সময় পরবির্তন করতে থাকে গোলাম মোস্তফা। কোভিড-১৯ লক ডাউন শেষ হলে মেহেদী হাসান চাকুরীর বিষয়ে কথা বলতে গেলে ডাঃ গোলাম মোস্তফা বিভিন্ন টাল বাহানা করতে থাকে। পরবর্তীতে ভ্যানচালক মেহেদী হাসান খোজঁ নিয়ে জানতে পারে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে কোন প্রকার চাকুরীর নিয়ােগ হওয়ার সম্ভবনা ও সুযোগ নাই। তার সাথে প্রতারণা করা হয়েছে।