আভা ডেস্কঃ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সমন্বতি ভর্তি পরীক্ষার অংশ হিসেবে রুয়েট কেন্দ্রে আগামীকাল শনিবার (১৩ নভেম্বর) ১০.০০ ঘটিকা থেকে বেলা ০১.৪৫ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় রুয়েট কেন্দ্রে সর্বমোট ৯ হাজার ২০০ জন ভর্তিচ্ছু অংশ নেবে। রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ বলেন, “ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে যেকোনো ধরনের জালিয়াতি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
রুয়েট কেন্দ্রের সদস্য সচিব ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন জানান, এবারের দু’টি গ্রুপের (ক ও খ) অধীনে ১৪টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০ঃ০০ টা থেকে দুপুর ১২ঃ৩০ টা পর্যন্ত ‘ক’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এ মোট ৮ হাজার ১৯২ জন এবং ‘খ’ গ্রুপের (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) অধীনে সকাল ১০ঃ০০টা থেকে দুপুর ১ঃ৪৫ টা পর্যন্ত ১০০৮ জন ভর্তিচ্ছু অংশ নেবে।” তিনি আরও জানান, “ ‘ক’ গ্রুপে ৫০০ নম্বরের গঈছ পদ্ধতিতে পরীক্ষা সকাল ১০.০০ ঘটিকা থেকে দুপুর ১২.৩০ ঘটিকা পর্যন্ত এবং ‘খ’ গ্রুপে ৫০০ নম্বরের গঈছ পরীক্ষা সহ ২০০ নম্বরের অতিরিক্ত মুক্ত হস্ত অংকন পরীক্ষা সকাল ১০.০০ ঘটিকা থেকে দুপুর ১.৪৫ ঘটিকা পর্যন্ত একটানা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ডাউনলোডকৃত সমন্বিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের হার্ডকপি অবশ্যই সঙ্গে আনতে হবে।
পরীক্ষার হলে অসুদপায় অবলম্বন বা কারো সাথে দুবর্যবহার করলে পরীক্ষা বাতিল বলে গন্য হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পরে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবে না এবং পরীক্ষা শুরু হওয়ার পর ১ ঘন্টা অতিবাহিত না হলে পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবে না। পরীক্ষা চলাকালে ক্যালকুলেটর ছাড়া মোবাইল ফোন, জ্যামিতি বক্স, স্কেল, সেট স্কয়ার, কম্পাস ও কোন প্রকার ব্যাগ সহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না।
শুক্র নভে. ১২ , ২০২১
পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ-গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নে চতুর্থ ধাপে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সাজু প্রামানিক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর ) দুপুরে কাশিয়াবাড়ী বাজার সংলগ্ন নিজ বাসভবনে তিনি এ মতবিনিময় করেন। মতবিনিময় সভায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাজু প্রামানিক বলেন, তিনি দীর্ঘদিন থেকে তিনি ইউনিয়নের সামাজিক কাজ করে […]
এই রকম আরও খবর
-
৩১ আগস্ট, ২০২০, ৬:১৩ অপরাহ্ন
-
২৫ আগস্ট, ২০২১, ৩:৪৪ অপরাহ্ন
-
১৩ সেপ্টেম্বর, ২০২০, ৪:৫৫ অপরাহ্ন
-
১৫ আগস্ট, ২০২১, ৫:৩০ অপরাহ্ন
-
২৬ সেপ্টেম্বর, ২০২১, ২:১৭ অপরাহ্ন
-
২৫ জানুয়ারি, ২০২০, ৬:৩৯ অপরাহ্ন