রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম (৪৪) মারা গেছেন। রবিবার (২১ মার্চ) সকাল ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন(ইন্না….রাজিউন)।
গত তিন দিন ধরে তিনি ফুসফুসের অসুস্থতায় ভুগছিলেন।
আজ (২১ মার্চ) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাযা শেষে বিশ্ববিদ্যালয়ের গোরস্থানে তার দাফনকার্য সম্পন্ন হবে।
অধ্যাপক জাহাঙ্গীর আলমের মৃত্যুতে রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান শোক জানিয়েছেন। এ ছাড়াও তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, অধ্যাপক জাহাঙ্গীর ২০০৪ বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদান করেন। এরপর ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তার বিভিন্ন গবেষণাপত্র দেশ-বিদেশের অনেক জার্নালে প্রকাশিত হয়েছে।