নিজেস্ব প্রতিনিধি:রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুনুর রশিদ এর সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আজ ১ আগষ্ট(শুক্রবার) বিকেলে রাজশাহী মহানগর বিএনপির পার্টি অফিসে এই দোয়া ও মোনাজাত এর আয়োজন করা হয়।
এ সময় নজরুল হুদা ও মামুনুর রশীদ এর সুস্থতা কামনা করেন। এছাড়াও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
এছাড়াও আগামী ১০ শে আগষ্ট তারিখে রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহীর সকল স্তরের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালে যুক্ত হয়ে নেতা কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করবেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ইশা ( যুগ্ম আহ্বায়ক মহানগর বিএনপি), বজলুর রহমান মন্টু( মহানগর বিএনপি), শামসুল হোসেন মিলু( সভাপতি বোয়ালিয়া পশ্চিম থানা বিএনপি)।
আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সদস্য ও ১৯ নং ওয়ার্ড এর সাবেক কমিশনার মনিরুজ্জামান শরীফ(মনির), মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ জসীম উদ্দিন।