নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৮০ জন। এর মধ্য সবচেয়ে বেশি রোগী হলো বগুড়াতে। দ্বিতীয় সর্বোচ্চ রোগী রয়েছে রাজশাহীতে। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ২৭২ জন।
বগুড়াতে আজ শুক্রবার দুপুর পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা হলো ৫ হাজার ৯৪ জন। এখানে মৃত্যুর সংখ্যাও সবচেয়ে বেশি। শুক্রবার পর্যন্ত মোট মারা যাওয়া রোগীর সংখ্যা হলো ১১৪ জন। রাজশাহীতে একই সময় পর্যন্ত মোট রোগীর সংখ্যা হলো ৩৪৯২ জন। এখানে মোট মারা গেছেন ২৮ জন।
এছাড়াও চাঁপাইনবাবগঞ্জে মোট রোগী হলো ৫১৭ জন। সেখানে মারা গেছে মাত্র ৮ জন। নওগাঁয় মোট রোগী রয়েছে ৯৬০জন। সেখানে মারা গেছে ১৪ জন। নাটোরে মোট রোগী হলো ৫৪৪ জন। এখানে এখন পর্যন্ত মারা গেছেন মাত্র ১ জন। জয়পুরহাটে মোট রোগীর সংখ্যা ৭৮২ জন। মারা গেছেন ৪ জন। সিরাজগঞ্জে মোট রোগীর সংখ্যা ১৫৩৯ জন। মারা গেছেন ১১ জন এবং পাবনায় মোট রোগীর সংখ্যা হলো ৮৫২ এবং মারা গেছেন ৯ জন।