নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলা পুলিশের পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদের বদলিজনিত সংবর্ধনা দেওয়া হয়েছে।
অদ্য ২২/৫/২১ তারিখ বেলা ১০.৩০ টায় রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখার আলম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)। সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি সূত্রে র্যাবে বদলি হওয়া রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে মুন্সিগঞ্জ জেলায় বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব ও সদ্য অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি সূত্রে আরএমপিতে বদলি হওয়া মো: নূরে আলমকে বিদায় সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ ।