নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলা ও মহানগর পুলিশ অভিযান চালিয়ে ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় গ্রেফতারকৃতদের থেকে মাদকদ্রব্যও উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে নগর ও জেলা পুলিশের মুখপাত্রদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর মধ্যে জেলা পুলিশ ৩৬ জন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ৩৮ জনকে গ্রেফতার করেছে। আরএমপির থানাগুলো ও ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১৩ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থান ১ জন, এয়ারপোর্ট থানা ৪ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৫ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ২ জন ও ডিবি পুলিশ ৩ জনকে গ্রেফতার করে।
যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১ জন মাদকসেবী, ৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৭ জনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৩৬ জনকে গ্রেফতার করে। জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের মধ্যে গোদাগাড়ী মডেল থানা ৪ জন, তানোর থানা ৪ জন, মোহনপুর থানা ২ জন, পুঠিয়া থানা ২ জন, বাগমারা থানা ৫ জন, দূর্গাপুর থানা ৩ জন, চারঘাট মডেল থানা ৯ জন, বাঘা থানা ৬ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ২৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়।
এভি-১