নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী ইউসেপ টেকনিক্যাল স্কুল ও ট্রেনিং সেন্টার নওদাপাড়ার অভিভাবক সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ট্রেড এ প্রথম স্থান অধিকারী ছাত্রদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।ইলেকট্রিক্যাল থেকে প্রথম স্থান অধিকারী মোঃ আবু সালেহ মাহিন।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি আবু কাওসার মাখন।
সভায় সভাপতিত্ব করেন সেন্টার ইনচার্জ মোসাঃ তানিমা হক ও পরিচালনা করেন স্কুল শিক্ষিকা উম্মে সারা।
আরো উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক হারুন অর রশীদ,মোঃ জাকির হোসেন,মোঃ আব্দুল কুদ্দুস, রেজাউল করিম,মাইশা ফারজানা,মোঃ রুবেল রানা ও অভিভাবক ছাত্র,ছাত্রীবৃন্দ।
সভায় প্রধান অতিথি বলেন, কারিগরি শিক্ষা এখন জাতি ও দেশ উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় ইউসেপ স্কুল রাজশাহীতে সুনামের সাথে পরিচালিত হচ্ছে। এসময় অভিভাবকরা তাদের কিছু সমস্যার কথা তুলে ধরেছেন তা নিরসনে আমরা কাজ করবো।