নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুঃখ অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতারণ করেন (২০)নং ওয়ার্ডের কমিশনার রবিউল ইসলাম (সরকার)।
নগরীর উপকণ্ঠের বেলদার পাড়া সুলতানাবাদে জামে মসজিদ প্রাঙ্গণে ২০০ শত দুস্থ অসহায় মানুষকে ত্রাণ দিয়েছে কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম (সরকার)।
আজ ১৮ জুলাই সকাল ৯ঃ০০ ঘটিকায় রোজ রবিবার (২০০)দুইশত পরিবারকে ১০কেজি চাল ও ১কেজি ডাল এই মহামারী (কোভিড-১৯)পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ত্রাণ বিতারণ করেন।
ত্রাণ বিষয়ে এলাকাবাসীর সঙ্গে কথোপকথন করলে এলাকাবাসী বলেন বর্তমান আমাদের (২০)নং ওয়ার্ডের কমিশনার রবিউল ইসলাম (সরকার) সকল বিপদ আপদে সবসময়ই পাশে থাকেন এবং যেকোন বিষয়ে তাকে স্বরণ করলে তিনি এগিয়ে আসেন।