নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুরে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার দুপুর পৌনে দুইটার দিকে রাজশাহী- নওগাঁ মহাসড়কে উপজেলার কামারপাড়া বড়াইল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, দুপুরে রাজশাহী থেকে হেফাজত পরিবহন যার নম্বর-ঢাকা মেট্রো-ব ১১-১৪৪১ একটি যাত্রীবাহী বাস নওগাঁ যাচ্ছিল। পথে মধ্যে উপজেলার কামারপাড়া বড়াইল এলাকায় একটি মাইক্রোবাসকে সাইট দিতে গিয়ে বাসটির উল্টে যায়।
ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার খাম্বা খুঁটিতে গিয়ে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহত যাত্রীদের উদ্ধার করে মোহনপুর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার নিতাই ঘোষের নেতৃত্ব অন্যান্য সদস্যরা। আহতদের মধ্যে রাজশাহী লক্ষীপুর ভাটাপাড়া রণবীর (২৬), রাজন (১৮) লাইলচ মোহনপুর বাধন(১৭), রংপুর জেলার পীরগঞ্জ রাসেল (৪৫) ফযসাল হোসেন(১৮) মোহনপুর মৌপাড়া গ্রামের রবিতোষ সরকার মোহনপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আর অন্য শাহাজাদপুর সিরাজগঞ্জ জেলার সাতবাড়ীয়া গ্রামের শানুর মেয়ে সাদিয়া(১০) তার নানা আব্দুস সামাদ (৫০) বাবলু রশিদ(৪৮) ববিন(২৭) চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।