নিজস্ব প্রতিনিধিঃ ৫০ মণ ভেজাল খেজুরের গুড় ও তৈরির সামগ্রীসহ ৭ জনকে আটক করেছেন রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ।
গত ১৩ জানুয়ারী বিকালে রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম(বার) এর দিকনির্দেশনায় ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে রাজশাহী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক মুহাম্মদ রুহুল আমিনসহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানাধীন আড়ানী চকরপাড়া এলাকায় একটি ভেজাল খেজুরের গুড় তৈরির কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
আজ ১৪ ফেব্রুয়ারী পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার।
এ সময় ৫০ মণ ভেজাল খেজুরের গুড়, ভেজাল গুড় তৈরির বিভিন্ন উপকরণ সামগ্রী জব্দ করাসহ কারখানার মালিকসহ ০৭ জন ব্যক্তিকে আটক করেন। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৩,০৫,৬৬৫/- টাকা।
অভিযানে আটককৃত ব্যক্তিরা হলেন কারখানার মালিক বাঘা উপজেলার আড়ানী চকরপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রকিব আলী (৪২), ও তার সহযোগী আকবর আলীর ছেলে সুমন আলী (৪২), মৃত মাজদার রহমানের ছেলে মোঃ অনিক আলী @ পাইলট (৩০), মোসলেমের ছেলে মাসুদ রানা (৩০), আঃ হান্নানের ছেলে বিপ্লব হোসেন সাজু (২৫), ওহাব আলীর ছেলে মামুন আলী (২৭) ও বাবু (২৫)।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আসামিগণ স্বীকার করেছেন তারা পরস্পর যোগসাজসে বিগত কয়েক মাস যাবৎ উক্ত কারখানায় চিনি, চুন, হাইড্রোজ, ফিটকেরি, ডালডা ও বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান মিশিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরি করে আসছে। তারা এগুলো রাজধানী ঢাকা’সহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে থাকে। জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে আরো জানায় যে, আখের মওসুমেও তারা ভেজাল আখের গুড় তৈরি করে থাকে। কিন্তু খেজুরের গুড় ও আখের গুড় তৈরির ক্ষেত্রে তারা খেজুরের রস ও আখের রস ব্যবহার করে না। গুড় তৈরির ক্ষেত্রে তারা যে সকল রাসায়নিক পদার্থ ব্যবহার করে সেগুলো মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ও জটিল রোগের সৃষ্টি করে। এ ঘটনায় বাঘা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-সি(১)(এ)/২৫-ডি ধারা মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার।
পুলিশ সুপার আরো বলেন, আটককৃত ব্যক্তিদের সাথে আর কারা জড়িত আছে সে বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সোম ফেব্রু. ১৪ , ২০২২
আভা ডেস্কঃ নির্বাচন কমিশন গঠনের জন্য নাম প্রস্তাব করতে সার্চ কমিটিকে বর্ধিত সময়েও নাম দেয়নি বিএনপি ও তার সমমনা দলগুলো। ফলে আগামী জাতীয় নির্বাচন পরিচালনা করতে যাওয়া নির্বাচন কমিশনকে বিএনপি ও সমমনাদের বিরোধিতার মুখে পড়তে যাওয়ার বিষয়টি আরও নিশ্চিত হয়ে গেল। কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশন সোমবার মেয়াদ […]
এই রকম আরও খবর
-
১৫ জুন, ২০২০, ২:৪০ অপরাহ্ন
-
১২ জুলাই, ২০২১, ৪:২০ অপরাহ্ন
-
২১ আগস্ট, ২০২১, ৯:৫৩ অপরাহ্ন
-
১৯ মে, ২০২০, ৫:২১ অপরাহ্ন
-
১৩ জুলাই, ২০২০, ৪:০৮ অপরাহ্ন
-
৯ জুলাই, ২০২১, ১০:৫৩ অপরাহ্ন