কাটাখালী প্রতিনিধিঃ রাজশাহী চিনিকলে (রাচিক) ২০২০-২১ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে হরিয়ান এলাকার চিনিকলে আখ মাড়াইয়ের উদ্বোধন করেন, রাচিকের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সেলিম।
এই মৌসুমে চিনিকলে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ হাজার মেট্রিক টন। আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ১ লাখ ৬০ হাজার মেট্রিটিক টন। চিনি আহরণের হার ৬ দশমিক ৬ শতাংশ। মোট চিনি কল চলবে ১০০ দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- আট নম্বর হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, রাচিক আখ চাষি কল্যাণ সমিতির সভাপতি ইয়াসিন আলী, সিনিয়র সহসভাপতি শামসুল ইসলাম, রাচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনতাজ আলী, সহসভাপতি মেসবাউল ইসলাম মানু।
জিএম কৃষি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আখ চাষী, শ্রমিক-কর্মচারীসহ স্থানীয়রা।