নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী র্যাব-৫ এর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান পরিচালনা করে ১ কেজি ২২৫ গ্রাম হিরোইনসহ একজন মাদক কারবারিকে আটক করেন । আটক মাদক কারবারি হলো, গোদাগাড়ী থানাধীন আমতলী হঠাৎপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে তমাল আলী (২২)।
১৫ অক্টোবর বিকাল সাড়ে চারটার দিকে চাঁপানবাবগঞ্জ জেলার সদর থানাধীন হরিপুর মেসার্স সাজ্জাদ আহম্মদ এন্ড সন্স ফিলিং স্টেশন সামনে অপারেশন পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ তমাল আলী (২২)কে আটক করেন র্যাব ।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৫ সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন ।
আটক আসামীর বিরুদ্ধে বিরুদ্ধে চাঁপানবাবগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।