আভা ডেস্কঃ বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে অন্যায় ভাবে গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে রাজশাহী মহানগর ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিগত ৩১ মার্চ ২০২১, বুধবার ফ্যাসিবাদী শাসকদের পৃষ্ঠপোষকতায় মিথ্যা রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র, সাবেক এমপি মিজানুর রহমান মিনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপ-মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় নির্বাহী কমিটির বন পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক মেয়র, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এর আগে ১৬ই মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলাটি অনুমোদন হয়ে আসে। বিএনপি নেতৃবৃন্দের বিগত ২ মার্চ রাজশাহীতে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে দেয়া বক্তব্যকে কেন্দ্র করে উক্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাটি দায়ের করা হয়।
বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রবি, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সিনিয়র সহ-সভাপতি মুর্তুজা ফামিন, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আকবর আলী জ্যাকি, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ সহ রাজশাহী মহানগর ছাত্রদল এবং মহানগর এর আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠান, থানা,ওয়ার্ড ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।
বিএনপি’র জনপ্রিয় নেতৃবৃন্দকে অন্যায় ভাবে হয়রানি-জুলুমের সংকল্পে ও গণমানুষের কণ্ঠকে রুদ্ধ করতে বিরোধীমত দমনের হীন নীতিতে প্রশাসনকে ব্যবহার করে উক্ত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রাজশাহী মহানগর ছাত্রদল উক্ত মিথ্যা, হয়রানিমূলক,রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, ষড়যন্ত্রমূলক মামলাটি প্রত্যাহার পূর্বক গ্রেপ্তারি পরোয়ানা জারি বাতিল এর জোর দাবি জানাচ্ছে, অন্যথায় রাজশাহীর ছাত্রজনতাকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি প্রদান করা হবে।
প্রেস বিজ্ঞপ্তি