নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাগর (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে নিলে চিকিৎস সাগরকে মৃত ঘোষণা করেন।
শনিবার (২০ মার্চ) সকাল ৯ টার দিকে কাশিয়াডাঙ্গার বালিয়াডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর হরিপুর কলোনীর রেন্টুর ছেলে। তবে অপর আহতের পরিচয় জানা যায়নি।
কাশিয়াডাঙ্গার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজ জানান, সকালে দ্রুত গতির একটি ট্রাক ঐ ভ্যান চালককে ধাক্কা দেয়। এসময় গুরুতর অবস্থায় ভ্যান চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।