নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে থানাধীন আলিম-লাম-মিম ভাটার মোড়োস্থ পাকা রাস্তার উপর হ’তে ১৪ নভেম্বর রোববার রাত ১২ টায় বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন, সঙ্গীয় অফিসার এসআই শাহিন আকতার, এসআই আঃ মতিন, এএসআই নাজমুল হক, কং সোহেল রানা, কং মোঃ আঃ সালাম এর সহায়তায় ২ জন ছিনতাইকারীকে আটক করেন। এসময় আরো দুই ছিনতাই কারী পালিয়ে যায়।
আটক ছিনতাই কারীরা হচ্ছে, ১) আরাফাত ইসলাম ওরফে রুষ্ট (২২) ও ২) মোয়াজ্জেম হোসেন ওরফে রাজু।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মন জানান,আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা প্রথমে সেনাবাহিনীর সদস্য বলে পরিচয় দেয় এবং আইডি কার্ড দেখায়। আইডি কার্ড দেখে সন্দেহ হওয়ায় আটককৃত দের তল্লাশি করে তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, দুইটি ফোল্ডিং চাকু, একটি ওয়াকিটকি, একটি রশি, একটি ব্যাগে সেনাবাহিনীর পোশাক ও বুট পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা মোটরসাইকেল আরোহীদের রশি ধরে গতিরোধ করে মোটরসাইকেল ছিনতাই করে । উক্ত স্থানে পলাতক দুইজন সহ চারজন মিলে রশি দিয়ে মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে মোটরসাইকেল ছিনতাই করার জন্য তারা উঁৎপেতে ছিলো।
সেনাবাহিনীর পোশাক পরিধান করে আইডি কার্ড ঝুলানো সহ হাতে ওয়াকিটকি নিয়ে ছবি এবং সেনাবাহিনীর ট্রেনিং-এ অংশ গ্রহণকৃত অন্যের ছবিতে নিজের ছবি যুক্তকরে এডিটকৃত সেনাবাহিনীর ছবি ফেসবুক ম্যাসেন্জারে আদান-প্রদান করে একাধিক মেয়েকে মিথ্যা তথ্য দিয়ে প্রলুব্ধ করে প্রেমের ফাঁদে ফেলাসহ তারা নানান অপরাধের সাথে জড়িত।
আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছ।