রাজশাহীতে একদিনে ১৯৬ জন করোনা রোগী সুস্থ ।

নিজস্ব প্রতিনিধিঃ একদিনেই রাজশাহীর ১৯৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। দ্বিতীয় দফা নমুনা পরীক্ষা করে রিপোর্ট নেগেটিভ আসায় বৃহস্পতিবার তাদের সুস্থ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিভাগে মোট সুস্থ হয়েছেন ৪০৭ জন। এর মধ্যে ১৯৬ জনই রাজশাহীর বাসিন্দা। এছাড়া এ দিন চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, নওগাঁর ৫ জন, বগুড়ার ১৮৪ জন, সিরাজগঞ্জের একজন এবং পাবনার ছয়জন সুস্থ হয়েছেন।

পুরো বিভাগে এখন আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১০৪ জন। এর মধ্যে সর্বোচ্চ ৪ হাজার ৪২০ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ২ হাজার ৫১২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩১৮, নওগাঁয় ৮৫১, নাটোরে ৩৮৮, জয়পুরহাটে ৬৫৯, সিরাজগঞ্জে ১ হাজার ২১৪ জন এবং পাবনায় ৭৪২ জন শনাক্ত হয়েছেন।

বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৯৪ জন। এর মধ্যে রাজশাহীর ৯৫৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫৩ জন, নওগাঁর ৬৪৫ জন, নাটোরের ১৫২ জন, জয়পুরহাটের ১৯৭ জন, বগুড়ার ২ হাজার ৭৫৯ জন, সিরাজগঞ্জের ৩১০ জন এবং পাবনার ৩১৯ জন করোনামুক্ত হয়েছেন।

Next Post

প্রয়োজন ছাড়া জীবনের ঝঁকি নিয়ে ঈদযাত্রা না করার আহ্বান ।

শুক্র জুলাই ২৪ , ২০২০
আভা ডেস্কঃ প্রয়োজন ছাড়া জীবনের ঝুঁকি নিয়ে ঈদযাত্রা না করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৪) জুলাই দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘সামনে ঈদুল আজহা। গণপরিবহন নিয়ে আমরা সংকটের মধ্যে আছি। একদিকে করোনাভাইরাসের সংক্রমণ, অপরদিকে বন্যা। […]

শিরোনাম

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links