নিজস্ব প্রতিনিধিঃ ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে ২য় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসার ও সহকারী রির্টানিং অফিসারদের নির্বাচন ব্যবস্থাপনা ও প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী রেঞ্জের উপ মহা পুলিশ পরির্দশক আব্দুল বাতেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম।