নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “আনসার আল ইসলামের” সক্রিয় ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
রাজশাহী র্যাবের কোম্পানি কমান্ডার এটিএম মাইনুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে বেলপুকুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “আনসার আল ইসলাম’র সক্রিয় সদস্য পুঠিয়ার মোঃ আবু দাউদ (৩৮), পিতা-মোঃ সিদ্দিক আলী, সাং-ক্ষুদ্রজামিরা, মোঃ মুনসুর রহমান ওরফে মুনসুর খলিফা (৩৮), পিতা-মোঃ হেমায়েত, সাং-মহেন্দ্রা ও মোঃ সাইদুর রহমান (৩৫), পিতা-মোঃ জবেদ মন্ডল, সাং-ভড়ুয়াপাড়া।