ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডিবি পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন; যাকে মাদক বিক্রেতা বলে দাবি করছে বাহিনী। বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের ঘাগড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রশিদ ওই গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। পুলিশ বলছে, রশিদের বিরুদ্ধে থানায় ১৩টি মামলা রয়েছে।
ডিবির পুলিশ পরিদর্শক ফারুক হোসেন জানান, মাদক বেচাকেনার সংবাদ পেয়ে রাতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে নিয়ে অভিযান চালানো হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা ইট পাটকেল ছোড়ে। এতে দুই পুলিশ আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
পরে ঘটনাস্থল থেকে রশিদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় বলে জানান তিনি।
ফারুক হোসেন আরও বলেন, ঘটনাস্থল থেকে থেকে ২০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন ও চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
জেএল১৮