বাবার দল বদল করাকে সাধুবাদ দিয়েছেন সোনাক্ষী সিনহা।

আভা ডেস্কঃ আজীবন বিজেপি করা শত্রুঘ্ন সিনহা সম্প্রতি যোগ দিয়েছেন কংগ্রেসে।ভারতের লোকসভা নির্বাচন সামনে রেখে তার এ দলবদল সবাইকে চমকে দিয়েছে।বেশ সমালোচনার মুখেও পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বাবা।

তবে বাবার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সোনাক্ষী সিনহা। নিন্দুকদের কড়া সমালোচনা করতে ছাড়েননি তিনি।

সোনাক্ষী মনে করেন তার বাবার আরও আগেই বিজেপি ছাড়া দরকার ছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে সোনাক্ষীকে তার বাবার দলবদল নিয়ে প্রশ্ন করা হয়। এর উত্তরে সোনাক্ষী জানান, বিজেপি থেকে পদত্যাগ ও কংগ্রেসে যোগ দেয়ার সিদ্ধান্তে তিনি বাবার পাশেই আছেন। এছাড়া তিনি আরও জানান, এই সিদ্ধান্ত আরও আগেই নেয়া উচিৎ ছিল তার বাবার।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ওই অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে সোনাক্ষী বলেন, ‘কংগ্রেসে যোগ দেয়া বাবার সিদ্ধান্ত। জেপি নারায়ণ, অটল বিহারী বাজপেয়ী এবং আদভানীর সময় থেকেই শত্রুঘ্ন সিনহা বিজেপির সদস্য। দলের সদস্য হিসেবে আমার বাবার দলের মধ্যে একটা জায়গা আছে, সম্মান আছে । কিন্তু আমার মনে হয় বর্তমানে দলের কেউই যথাযথ সম্মান বাবাকে দিতে পারেনি। আমি মনে করি, বাবা একটু বেশিই দেরি করেছেন সিদ্ধান্ত নিতে। অনেক আগেই বাবার এটা করা উচিত ছিল।’

বাবার পক্ষ নিয়ে এএনআইকে সোনাক্ষী বলেন, ‘আমি মনে করি, নিজের চারপাশের ঘটনাক্রম নিয়ে আপনি যদি খুশি না হন তবে সেখান থেকে নিজেকে সরিয়ে নেয়ার মধ্যে কোনো লজ্জা থাকার কথাই নয়!’

বিহারের পাটনা সাহিব আসন থেকে ২০০৯ ও ২০১৪—এই দুই মেয়াদে লোকসভা নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন ৭২ বছর বয়সী এই অভিনেতা।

এদিকে শত্রুঘ্ন সিনহাও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।তাতে তিনি লিখেছেন-

Shatrughan Sinha

@ShatruganSinha

Painfully….on the way out of BJP….But hopefully in the best direction under the dynamic leadership of my dear friend Lalu Yadav and the desirable, most talked about leader from the Nehru Gandhi family… the true family of nation builders…

যুগান্তর

Next Post

অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদের অধিকার’ শীর্ষক প্রদিপাদ্যে ১২তম ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ উদযাপন।

মঙ্গল এপ্রিল ২ , ২০১৯
নিজস্ব প্রতিনিধিঃ আজ মঙ্গলবার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য প্রফেসর ডা. মাসুম হাবিব বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদের এগিয়ে নিতে কাজ করছেন। প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে এগিয়ে নিতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি পরিপূর্ণ সাইকিয়াট্রি বিভাগ প্রতিষ্ঠা করা হবে। তিনি আরো বলেন, বিভাগটিকে একটি ইনস্টিটিউটে পরিণত করা হবে। এতে করে […]

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links