বাঁশখালী টাইমস’র জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ভিত্তিক সৃজনশীল ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্ট্যাল “বাঁশখালী টাইমস”র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও বিভিন্ন কুইজ প্রতিযোগিতার পুরুস্কার বিতরনী অনুষ্টান করোনা পেন্ডামিককালীন স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন হয়েছে।

৩০ জানুয়ারি’২১ ইং শনিবার সকাল ১১ টায় বাঁশখালী টাইমসের প্রধান সম্পাদক, দৈনিক আলোকিত বাংলাদেশের বার্তা সম্পাদক কবি ও কথাসাহিত্যিক মুরশিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে উপজেলার চেচুরিয়াস্থ এসকেবি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন বাঁশখালী টাইমসের সম্পাদক ও তরুন প্রতিশ্রূতিশীল লেখক আবু ওবাইদা আরাফাত ও স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী টাইমসের নির্বাহী সম্পাদক আরকানুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বদেশের সাহিত্য সম্পাদক অধ্যাপক কবি কমরুদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন খ্যাতিম্যান ক্যালিওগ্রাফার, অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক লায়ন আমিরুল হক এমরুল কায়েস, বাঁশখালী মা শিশু ও জেনারেল হাসপাতালের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ নাসের, বিশিষ্ট উন্নয়নকর্মী এজিএম জাহাঙ্গীর আলম, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনহাজুল হক এফসিপিএস, বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল আলম, বাঁশখালী ন্যাশনাল হাসপাতালের নির্বাহী পরিচালক এডভোকেট আনিসুল ইসলাম, রাজকুটির রেস্তোরাঁর সিইও লায়ন মোহাম্মদ সৌরভ, কবি জুবাইর জসীম, বাঁশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জসিম উদ্দীন সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা, তাফহীম সহ গণমাধ্যম ব্যক্তিবর্গ। বাঁশখালী টাইমসের বিভাগীয় সম্পাদক মাহবুব ছোবহান চৌধুরী সনামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ শোয়াইব, জালাল উদ্দিন মিজবাহ, দিলুয়ারা আক্তার, সানজিদা হাবীব, বাঁশখালী টাইমস পরিবারের সদস্য মঈনুল আজীম সোহেল, আবদুল ওয়াহেদ, তাফহীমুল ইসলাম, হুমায়ুন কবির, মো. আরিফ প্রমুখ।

অনুষ্ঠানে বাঁশখালী টাইমসের আয়োজনে রাজকুটির সেরা ইউনিয়ন প্রতিযোগিতার ৫ জন বিজয়ী ও হাসিনা আলী ফাউন্ডেশন সীরাতে রাসুল (সা.) ইসলামী কুইজ প্রতিযোগিতার ৩০ জন বিজয়ীর হাতে আকর্ষনীয় পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সমবেত লেখক-পাঠক ও শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে বাঁশখালী টাইমসের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ‘বাঁশখালী টাইমস ৪ বছর ধরে বাঁশখালীকে সমৃদ্ধ, পজিটিভ ও পর্যটন উপজেলা বিনির্মাণের পথে কাজ করে যাচ্ছে। বাঁশখালীর যাবতীয় ইতিবাচক দিক তুলে ধরে বাঁশখালী ছাড়াও দেশ-বিদেশে বাঁশখালীর ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য নিরলসভাবে কাজ করার মাধ্যমে সর্বমহলের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে। বাঁশখালী টাইমসের একঝাঁক প্রতিশ্রূতিশীল মেধাবী তরুন লেখক ও মিডিয়া কর্মি অবিরতভাবে অত্র অঞ্চলের মাটি ও মানুষের সমস্যা-সম্ভাবনাকে চিহ্নিত করে বাঁশখালীর সার্বিক উন্নয়নে কার্যকরী ভূমিকা রেখে যাচ্ছে। সভাপতির বক্তব্যে মুরশিদুল আলম চৌধুরী বলেন, ‘সুন্দর, আধুনিক ও মডেল বাঁশখালী বিনির্মাণের পাশাপাশি মানুষের মূল্যবোধ, নাগরিক সচেতনতা ও নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনে কাজ করে যাচ্ছে বাঁশখালী টাইমস।’ অনুষ্ঠানে বাঁশখালী টাইমসকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাজীগাঁও ফুটন্ত সংগঠন, বৈলছড়ী হাইস্কুলের সংগঠন বিএনএক্স ১৩ ও পূর্ব চেচুরিয়া খদুলা পাড়া সুন্নি জাগরণ সংস্থার নেতৃবৃন্দ। অনুষ্টানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা পুরুস্কার হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। বাঁশখালী টাইমসের মত সৃজনশীল ও প্রতিশ্রূতিশীল একটি পোর্ট্যাল বাঁশখালীর সম্ভাবনাময় মেধাবী তরুন-তরুনীদের মেধা বিকাশের পথকে উম্মুক্ত ও সহজ করে দেওয়ায় বাঁশখালী টাইমস সম্পাদনা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Next Post

তানোর মুন্ডুমালা পৌরসভায় মেয়র পদে বিদ্রোহী প্রার্থীর জয়।

রবি জানু. ৩১ , ২০২১
তানোর প্রতিনিধিঃ রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার মেয়রপদে ৫ হাজার ৪৫৯ ভোট ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান। ৬১ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের নৌক প্রতীকের মেয়র প্রার্থী আমির হোসেন আমিনকে পরাজিত করেন তিনি। সাইদুরের নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমির হোসেন আমিন নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫ […]

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links