নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ১৮ই আগষ্ট বুধবার আনুমানিক রাত ১টায় কে বা কাহারা উপজেলার ৫ নং ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের চাকলমা বাজারে মেসার্স ভাই ভাই ট্রেডার্স এর সার,কীটনাশক ও মুদি দোকান এবং মুদি দোকানের পাশে স্বপন কুমারের একটি সেলুন ঘরসহ মোট ৪টি দোকান পুড়ে যায়।
প্রাপ্ত তথ্যে জানা যায় আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী ছুটে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করে। পরে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্হলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এব্যাপারে ভাই ভাই ট্রেডার্স এর স্বত্বাধিকারী আলহাজ্ব আশরাফ আলী বলেন আমার তিনটি দোকানে আনুমানিক ৩৯ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে।
এবিষয়ে নন্দীগ্রাম উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন মাস্টার বলেন,আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্হলে যায় এবং আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমান এখন বলা সম্ভব হচ্ছে না।