নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশ এখন বিশ্বের উন্নয়নশীল দেশের পুলিশের মত চৌকস বাহিনীতে রুপান্তরিত হয়েছে। তাদের উন্নয়নে সরকার সদা সচেষ্ট। প্রযুক্তি নির্ভর ও আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারে নতুন নতুন চ্যালঞ্জ মোকাবেলায় বর্তমান পুলিশের সক্ষমতা আছে। সেই সক্ষমতাকে কাজে লাগিয়ে আজ পুলিশ বাহিনী বিভিন্ন অপরাধ দমনে কাজ করে যাচ্ছে।
আজ রোববার সকাল ১১ টার রাজশাহীর চারঘাটের শারদা পুশিশ একাডেমিতে অনুষ্ঠিত ৩৭ তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ সব কথা বলেছেন।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের পুলিশ হিসাবে নতুনদের আরও বেগবান ও সক্ষমতার সঙ্গে কাজ করার মানসিকতা তৈরী করতে হবে। পুলিশ, দেশজুড়ে সন্ত্রাস মোকাবেলা, জঙ্গি দমন, উপকূলীয় এলাকায় জলদস্যু মুক্তিকরণ, মাদকের বিরুদ্ধে অভিযান চালনসহ দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণ ও গভীর আস্থা অর্জনের মাধ্যমে পুলিশকে আরো জনবান্ধব ও কার্যকর বাহিনীতে পরিণত করতে সচেষ্ট থাকবো বলেও মন্তব্য করেন তিনি।
মহামারীর মধ্যে পুলিশের বিশেষ নম্বরে ফোন করলে পুলিশ যে জনগণের কাছে খাবার পৌঁছে দিয়েছে, সেই ভূমিকার কথাও তিনি স্মরণ করেন।
সময়ের সঙ্গে সঙ্গে অপরাধের ধরন যে পাল্টেছে এবং সাইবার অপরাধ যে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, সে কথা মনে করিয়ে দিয়ে এই অপরাধ দমনে পুলিশ বাহিনীর কাজের প্রশংসা করেন তিনি।
প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব দেখানো পুলিশ সদস্যদের এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ঊর্ধতন কর্মকর্তারা রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।