নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) হুমায়ুন কবীর খোন্দকার বলেন, মানুষের সম্পদ মানুষ, পৃথিবীতে কোন সম্পদই মানুষের ছোঁয়া ছাড়া সম্পদে পরিণত হতে পারে না। দক্ষ জনশক্তি তৈরি করে প্রোডাক্টিভিটি ডেভেলপমেন্ট না করলে এসডিজি, ভিশন-২০৪১ এবং ডেল্টা প্ল্যান-২১০০ অর্জন সম্ভব নয়।
রাজশাহী সার্কিট হাউসে ন্যাশনাল প্রোডাকটিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯ এবং ইন্সটিটিউশনাল এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০১৯ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার শুভ উদ্বোধনে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) এর কেন্দ্রীয় সভাপতি মির্জা নূরুল গণি শোভন বিশেষ অতিথির বক্তৃতায় উদ্যোক্তাদের ক্যাপাসিটি, তথ্য প্রাপ্তির সমস্যা, প্রোডাক্টস্ বিপণন সমস্যা, ঋণ প্রাপ্তির সমস্যা ইত্যাদি সম্পর্কে আলোচনা করেন।
পরে কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার পুরুষ ও নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের উর্ধ্বতন গবেষণা কর্মকর্তা মো. নজরুল ইসলাম ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এর লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম এবং উৎপাদনশীলতার প্রয়োজন, ধারণা ও প্রকারভেদ সম্পর্কে বৃহৎ আলোচনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা ও পরামর্শ নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক এর সভাপতিতে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার উপস্থিত ছিলেন।