ঈশ্বরদী প্রতিনিধি, পাবনাঃ ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এর মধ্যে একটি পাকশী ফুরফুরা শরীফের সামনের সড়কে এবং অপর দুর্ঘটনা ঘটেছে ঈশ্বরদী-লালপুর সড়কের গোকুলনগর চক্ষু হাসপাতালের সামনে।
পাকশীতে ট্রাক্টরের ধাক্কায় ওবাইদুল্লা (১০) নামের এক শিশু নিহত এবং তার পিতা আফজাল হোসেন (৫০) আহত হয়েছেন। এ সময় জনতা চালকসহ ট্রাক্টর আটক করে পুলিশে সোপর্দ করেছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওবাইদুল্লা পাকশী ইউনিয়নের এমএস কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম শহীদ জানান, নিজের ভ্যানে ছেলেকে নিয়ে ওবাইদুল্লা বাজারে যাচ্ছিলেন। পথে ঈশ্বরদী ইপিজেডগামী একটি ট্রাক্টর তাদের ভ্যানকে ধাক্কা দিলে দুজন গুরুতর আহত হয়।
তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শিশু ওবাইদুল্লাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাবার অবস্থা গুরুতর। স্থানীয়রা ট্রাকসহ চালক মিন্টুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বলে তিনি জানান।
এদিকে ঈশ্বরদী-লালপুর সড়কের গোকুলনগরের চক্ষু হাসপাতালের সম্মুখে অপর সড়ক দুর্ঘটনায় রিকশাচালক আফজাল হোসেন (৩৮) নিহত হয়েছে।
আফজাল হোসেনের ছেলে জানান, তার বাবা অটোরিকশা চালিয়ে ঈশ্বরদী শহরে আসার পথে একটি মোটরসাইকেল তার রিকশায় ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার ব্যাটারি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।