নিজস্ব প্রতিনিধিঃ আগামী পহেলা মে রাজশাহী মহানগর যুবলীগের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তিঃ পাঠিয়েছেন রাজশাহী মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক- মাহমুদ হাসান খান চৌধুরী ইতু।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ০১ মে, সোমবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী এবং নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি মোঃ রমজান আলী এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বাচ্চু’র নির্দেশে উক্ত সভা সফল করার লক্ষ্যে মহানগর যুবলীগের সকল নির্বাহী সদস্য, ওয়ার্ড যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক সহ সকল নেতাকর্মী যথা সময়ে যথা স্থানে উপস্থিত থেকে সভাটি সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে।