পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ এর পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর হোসেন ভুঞা।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে পলাশবাড়ী উপজেলা কলেজ পর্যায়ে পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ এর
পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর হোসেন ভুঞাকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করা হয়।ইতিপুর্বে শ্রেষ্ট নির্বাচিত শ্রেণি শিক্ষক জাহাঙ্গীর হোসেন ভুঞা এর হাতে ক্রেষ্ট ও সন্মাননা সনদপত্র তুলে দেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব হোসেন,উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম ও আনোয়ারা বেগম।
তিনি বিএসসি (অনার্স)এমএসসি পরিসংখ্যান বিষয়ে উত্তীর্ন হওয়ার পর ১৯৯৮ সালের ১০ অক্টোবর গাইবান্ধার পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজে পরিসংখ্যান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।পরে পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হিসেবে অদ্যবদি তিনি তার দায়িত্ব সৎ ও নিষ্ঠার সাথে পালন করে আসছেন।
তিনি গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউপি’র চরখামের গ্রামের মৃত ডাঃ ইমাম উদ্দিন ভুঞা ছেলে ।ব্যক্তি জীবনে তার এক ছেলে ও এক মেয়ে।
পলাশবাড়ী উপজেলা কলেজ পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে অগ্রগামী শিক্ষকের মধ্যে অন্যতম শিক্ষক জাহাঙ্গীর হোসেন ভুঞা।
পলাশবাড়ী উপজেলা যাচাই-বাছাই কমিটি তাকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মনোনীত করায় কমিটির সকল সদস্য ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্বাচিত শিক্ষক জাহাঙ্গীর হোসেন ভুঞা। সেই সাথে তিনি সকলের দোয়া কামনা করেছেন।