সোহেলরানা,পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের অসহায়-দুঃস্থ্যদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
১৯ জুলাই সোমবার সকালে হোসেনপুর ইউনিয়নের হাসবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্ত্বর থেকে ১৫শ’ ৫০ জনকে ভিজিএফ কর্মসূচীর বিপরীতে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু নেতৃত্বে সংশ্লিষ্ট রিলিফ (ট্যাগ) অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার হুমায়ন কবির, ইউপি সদস্য পল্লব মিয়া, ইউপি সচিব সজিবুর রহমান, হেলাল উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।
এদিকে গত ১৮ জুলাই রোববার সকালে ঈদ উপলক্ষ্যে পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে ২২শ’৫০ জনকে ভিজিএফ ও জিআর ২’শ জন সুবিধাভোগীসহ প্রত্যেক সুবিধাভোগী পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু,ইউপি সদস্য রন্জনা রানীসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।