সোহেলরানা,পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ-পলাশবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন ১৪০টি ঘর।
গাইবান্ধার পলাশবাড়ীতে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ৩য় পর্যায়ে ২য় ধাপে ভূমিহীন ও গৃহহীন ১৪০টি পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে স্থানীয় উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন।
২০ জুলাই বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসব্রিফিং এ এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোটার্স ইউনিটি সভাপতি আশরাফুল ইসলাম, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক মঞ্জুর কাদির মুকুল,প্রতিদিনিনের সংবাদ প্রতিনিধি সোহেলরানাসহ কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ।
প্রেসব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান জানান, আগামীকাল ২১ জুলাই বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সারা দেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৩য় পর্যায়ে ২য় ধাপে ১৪০টি ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ ও জমির দলিল হস্তান্তর করবেন।
ইতোপূর্বে এ উপজেলায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষে ১ম ও ২য় পর্যায়ের মোট ১০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ ও জমির দলিল প্রদান করা হয়েছে।